জয়পুরে পথ দুর্ঘটনায় মৃত ৪ , আহত ৩
জয়পুর, ২২ অক্টোবর (হি.স.) : রাজস্থানের জয়পুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। ঘটনাটি ঘটেছে, বুধবার ভোরে জয়পুর-সিকার রাস্তায়। ঘটনায় চারজনের মৃত্যু হয়, অন্য তিনজন গুরুতর আহত। বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম বীরেন্দ্র শ্রীবাস্তব (
গৌতম বুদ্ধ নগরে ট্র্যাক্টর ও বাইকের সংঘর্ষে মৃত এক


জয়পুর, ২২ অক্টোবর (হি.স.) : রাজস্থানের জয়পুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৪ জন। ঘটনাটি ঘটেছে, বুধবার ভোরে জয়পুর-সিকার রাস্তায়। ঘটনায় চারজনের মৃত্যু হয়, অন্য তিনজন গুরুতর আহত।

বুধবার পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদের নাম বীরেন্দ্র শ্রীবাস্তব (৫৫)। তিনি জয়পুরের বৈদ্যজি কা চৌরাহার বাসিন্দা। সুনীল শ্রীবাস্তব (৫০) , তিনি বারাণসীর বাসিন্দা। লাকি শ্রীবাস্তব (৩০),তিনি জয়পুরের ব্রজওয়াদি কলোনির বাসিন্দা। আর শ্বেতা শ্রীবাস্তব, তিনি জয়পুরের ব্রজওয়াদি কলোনির বাসিন্দা।

বুধবার ভোরে জয়পুর-সিকার রাস্তার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তিনটি বাইককে ধাক্কা দেয় । যার জেরেদুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক চারজনকে মৃত বলে ঘোষণা করে। বাকি তিনজন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ভর্তি। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালে পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande