ডাকটিকিটের অভিনব প্রদর্শনী হবে কলকাতায়
কলকাতা, ২২ অক্টোবর, (হি.স.): ইতিহাস, সংস্কৃতি, মনন আর স্মৃতির পাথেয়! সেসব নিয়েই সায়েন্স সিটিতে বসবে ‘বঙ্গপেক্স’-এর মঞ্চ। সায়েন্স সিটিতে ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে চারদিন ব্যাপী এই
ডাকটিকিটের অভিনব প্রদর্শনী হবে কলকাতায়


কলকাতা, ২২ অক্টোবর, (হি.স.): ইতিহাস, সংস্কৃতি, মনন আর স্মৃতির পাথেয়! সেসব নিয়েই সায়েন্স সিটিতে বসবে ‘বঙ্গপেক্স’-এর মঞ্চ। সায়েন্স সিটিতে ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।

ডাকবিভাগের পশ্চিমবঙ্গ সার্কেলের উদ্যোগে চারদিন ব্যাপী এই ব্যতিক্রমী প্রদর্শনীতে মিলবে ডাকটিকিটের ওপর নানা বই বিরল ও অতি বিরল ডাকটিকিটের সম্ভার। শুধু এ রাজ্য নয়, দেশের নানা প্রান্তের ডাকটিকিট সংগ্রাহকেরা অংশ নিচ্ছেন এই প্রদর্শনীতে।

ডাকটিকিটের নেপথ্যে থাকে অনেক অজানা কাহিনি। কখনও তা স্বাধীনতা আন্দোলনের দলিল, কখনও বা সিনেমার ইতিহাসের সাক্ষ্য। সেই ভাবনাকেই হাতিয়ার করে প্রতিদিন আলাদা থিমে সাজানো হবে প্রদর্শনী—রয়েছে বাংলা সিনেমার শতবর্ষ, বাংলার নবজাগরণ, সাহিত্য-সংস্কৃতির ঐতিহ্য।

শুধু প্রদর্শনী নয়, দর্শকদের জন্য থাকছে নানা রকম প্রতিযোগিতা—‘বসে আঁকো’, ক্যুইজ, স্মারক প্রকাশ ও আরও অনেক কিছু। ডাকবিভাগ সূত্রে খবর, প্রদর্শনীর সঙ্গে সঙ্গেই প্রকাশিত হবে একাধিক নতুন কভার ও পিকচার পোস্টকার্ড।

পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল অশোক কুমার জানিয়েছেন, “আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়ার দিকে বেশি ঝুঁকে পড়ছে। তাই তাদের ডাকটিকিট সংগ্রহের প্রতি আগ্রহী করে তুলতেই এই প্রয়াস। শখের জগৎ থেকে যেন ইতিহাসচর্চা আর মননের অভ্যাসে ঢুকে পড়ে ডাকটিকিট।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande