শ্রীভূমিতে নভেম্বরের রেহাই মূল্যের পণ্যসামগ্রী বরাদ্দ
শ্রীভূমি (অসম), ২২ অক্টোবর (হি.স.) : শ্রীভূমি জেলায় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে অন্ত্যোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের চলতি বছরের নভেম্বর মাসের জন্য কার্ডপিছু এক (১) কেজি করে রেহাই মূল্যের মসুর ডাল, চিনি ও লবণ বরাদ্দ করা হয়
শ্রীভূমিতে নভেম্বরের রেহাই মূল্যের পণ্যসামগ্রী বরাদ্দ


শ্রীভূমি (অসম), ২২ অক্টোবর (হি.স.) : শ্রীভূমি জেলায় খাদ্য সুরক্ষা যোজনার অধীনে অন্ত্যোদয় অন্ন যোজনা এবং প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের চলতি বছরের নভেম্বর মাসের জন্য কার্ডপিছু এক (১) কেজি করে রেহাই মূল্যের মসুর ডাল, চিনি ও লবণ বরাদ্দ করা হয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে নভেম্বর মাসের অন্ত্যোদয় অন্ন যোজনার সুবিধাভোগীদের কার্ডপিছু ৩৫ কেজি এবং প্রায়োরিটি হাউস হোল্ড রেশন কার্ডধারীদের মাথাপিছু পাঁচ (৫) কেজি করে বিনামূল্যের চাল বরাদ্দ করা হয়েছে।

জেলার রেশন দোকানিদের যথাসময়ে সুবিধাভোগীদের মধ্যে বরাদ্দকৃত রেশন সামগ্রী প্রদান করতে সরবরাহ বিভাগ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, জানানো হয়েছে শ্রীভূমি জেলা তথ্য ও জনসংযোগ দফতরের এক প্রেস বার্তায়

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande