নালকাটায় লোকালয়ে ভাল্লুক, স্থানীয়রা ধরে দিলেন বনকর্মীদের হাতে
কুমারঘাট (ত্রিপুরা), ২২ অক্টোবর (হি.স.) : ধলাই জেলার নালকাটা এলাকায় বুধবার একটি ভাল্লুক লোকালয়ে প্রবেশ করে। আতঙ্কিত এলাকাবাসী প্রাণীটিকে আটক করে একটি স্থানীয় এনজিওর সহায়তায় বন দফতরের হাতে তুলে দেন। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।
লোকালয়ে ভাল্লুক


কুমারঘাট (ত্রিপুরা), ২২ অক্টোবর (হি.স.) : ধলাই জেলার নালকাটা এলাকায় বুধবার একটি ভাল্লুক লোকালয়ে প্রবেশ করে। আতঙ্কিত এলাকাবাসী প্রাণীটিকে আটক করে একটি স্থানীয় এনজিওর সহায়তায় বন দফতরের হাতে তুলে দেন। ঘটনাটি এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে।

বন দফতরের আধিকারিক বিভীষণ দেববর্মা জানান, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান এবং প্রাণীটিকে নিয়ে যাওয়ার জন্য লোহার খাঁচা তৈরি করা হয়। প্রথমে ভাল্লুকটিকে মনু বন বিভাগে নিয়ে শারীরিক পরীক্ষা করা হবে, এরপর প্রক্রিয়াজনিত ব্যবস্থা অনুযায়ী সিপাহীজলা চিড়িয়াখানায় পাঠানো হবে। তিনি আরও জানান, ভাল্লুকটি মানবসম্পর্কিত আচরণে আক্রমণাত্মক হতে পারে, তাই তড়িঘড়ি উদ্ধার অভিযান চালানো হয়েছে।

বন্যপ্রাণী উদ্ধারকারী সংস্থা অ্যানিমেল এইটস অ্যালায়েন্সের সদস্য গৌতম মল্লিক জানান, ভাল্লুকটি লোকালয়ে প্রবেশ করার পর স্থানীয়রা প্রথমে এটিকে আটকে রাখেন এবং তাঁদের খবর দেন। পরে মনু বন বিভাগের কর্মীদের সঙ্গে সমন্বয় করে বনকর্মীদের সহায়তায় প্রাণীটিকে উদ্ধার করা হয়। তিনি জানান, বন্যপ্রাণীর স্বাভাবিক বাসস্থান ধ্বংস হওয়ায় তারা ধীরে ধীরে খাবারের সন্ধানে মানব বসতি এলাকায় প্রবেশ করছে।

তবে ঘটনায় বন বিভাগের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, প্রাণীটিকে মনু বন বিভাগে নেওয়ার সময় খাঁচায় জল বা খাবারের ব্যবস্থা করা হয়নি। এছাড়া উদ্ধারকালে বন বিভাগের পক্ষ থেকে প্রাথমিক খাঁচাও সঙ্গে আনা হয়নি, ফলে বনকর্মীদের তড়িঘড়ি খাঁচা তৈরি করতে হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande