হাওড়া, ২২ অক্টোবর, (হি.স.): উলুবেড়িয়ার হাসপাতালে জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি ও শারীরিক নির্যাতনে গ্রেফতার আরও এক। শেখ সম্রাট নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ধৃত বেড়ে ৩।
সোমবার সন্ধ্যায় হাসপাতালে মহিলা চিকিৎসককে নিগ্রহের অভিযোগ ওঠে এক রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। অভিযোগ ওঠে চিকিৎসককে ধর্ষণেরও হুমকি দেওয়া হয়। তদন্তে নেমে এক ট্রাফিক হোমগার্ড-সহ দু’জনকে গ্রেফতার করে পুলিশ। সূত্রের খবর, মঙ্গলবার রাতে আরও এক অভিযুক্ত সম্রাটকে গ্রেফতার করলেন তদন্তকারীরা।
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত