বিহারে একসঙ্গেই লড়ছে মহাজোট, সব বিভ্রান্তি দূর হবে : অশোক গেহলট
পাটনা, ২২ অক্টোবর (হি.স.): মহাজোট নিয়ে যাবতীয় জল্পনার মধ্যে বুধবার কংগ্রেস নেতা তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, বিহারে একসঙ্গেই লড়ছে মহাজোট, সব বিভ্রান্তি দূর হবে। বিহার নির্বাচনে কংগ্রেসের পর্যবেক্ষক অশোক গেহলট এবং বিহারের এআ
জয়সলমের বাস দুর্ঘটনায় তদন্তের দাবি জানালেন অশোক গেহলট


পাটনা, ২২ অক্টোবর (হি.স.): মহাজোট নিয়ে যাবতীয় জল্পনার মধ্যে বুধবার কংগ্রেস নেতা তথা রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, বিহারে একসঙ্গেই লড়ছে মহাজোট, সব বিভ্রান্তি দূর হবে। বিহার নির্বাচনে কংগ্রেসের পর্যবেক্ষক অশোক গেহলট এবং বিহারের এআইসিসি ইনচার্জ কৃষ্ণ আল্লাভারু এদিন আরজেডি নেতা তেজস্বী যাদবের বাড়িতে পৌঁছন। তাঁদের মধ্যে বৈঠক হয়।

পরে অশোক গেহলট বলেন, আমাদের আলোচনা ভালো হয়েছে। আগামীকাল একটি সংবাদ সম্মেলন আছে। আগামীকাল সমস্ত বিভ্রান্তি পরিষ্কার হয়ে যাবে। মহাজোট একসঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিহারে ২৪৩টি আসন রয়েছে; ৫-১০টি আসনে বন্ধুত্বপূর্ণ লড়াই হতে পারে। গেহলট আরও বলেন, লালুজি এবং তেজস্বী যাদবের সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে। আগামীকাল একটি সংবাদ সম্মেলন হবে, এবং সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমরা এনডিএ-র বিরুদ্ধে জোরালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। রাহুল গান্ধী এবং তেজস্বী যাদব একসাথে নির্বাচনী প্রচার শুরু করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande