গুয়াহাটি, ২২ অক্টোবর (হি.স.) : এ বছরই আসন্ন রাজ্য বিধানসভা অধিবেশনে লাভ জিহাদ সহ বেশ কয়েকটি ঐতিহাসিক বিল পেশ করা হবে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।
আজ সংবাদ মাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত আলাপচারিতায় মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেছেন, ‘এ বছর রাজ্য বিধানসভা অধিবেশনে লাভ জিহাদ, বহুবিবাহ এবং রাজ্যের বৈষ্ণব সত্রগুলির সুরক্ষা সম্পর্কিত ঐতিহাসিক কয়েকটি বিল পেশ করা হবে। বিলগুলি হাউসে আলোচনা করা হবে। পেশকৃত বিলগুলি পাস হয়ে গেলে সে অনুযায়ী মিডিয়াকে আমরা জানাব।’
প্রসঙ্গত, চলতি বছরের আগস্টের শুরুতে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা বলেছিলেন, ‘রাজ্যে জনবিন্যাসের ব্যাপক পরিবর্তন হচ্ছে। হিন্দু ও মুসলমানদের মধ্যে জনসংখ্যার ভারসাম্য হ্রাস হচ্ছে, ফলে রাজ্যের ভবিষ্যত সুরক্ষিত নয়।’
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস