বিজেপি সমর্থকদের ওপর হামলা, থমথমে খুমুলুঙ ও জিরানিয়া এলাকা, কাঠগড়ায় তিপ্রা মথা
আগরতলা, ২২ অক্টোবর (হি.স.) : মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরার খুমুলুঙ ও জিরানিয়া এলাকা। রাধাপুর থানার খুমুলুঙের জয়গোবিন্দ এলাকা এবং জিরানিয়া থানার খুমটিয়া বাজার
বিজেপি কর্মীদের ওপর হামলা


আগরতলা, ২২ অক্টোবর (হি.স.) : মুখ্যমন্ত্রীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে বিজেপি কর্মী ও সমর্থকদের ওপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ত্রিপুরার খুমুলুঙ ও জিরানিয়া এলাকা। রাধাপুর থানার খুমুলুঙের জয়গোবিন্দ এলাকা এবং জিরানিয়া থানার খুমটিয়া বাজার সংলগ্ন এলাকায় বিজেপি সমর্থকদের গাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।

ঘটনায় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ রাজ্য নেতৃত্বের গাড়িবহর মাঝপথে আটকে পড়ে। বহু বিজেপি কর্মী ও সমর্থকের গাড়ি রাস্তায় হুমকি দিয়ে পিছিয়ে যেতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ। এমনকি কয়েকটি গাড়িতে ঢিল ছোড়া ও ভাঙচুরের ঘটনাও ঘটে। এতে গাড়িচালক সহ অন্তত ৫ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে তিনটি যানবাহন।

সূত্রের অভিযোগ, এই হামলা ও রাস্তায় বাধা দেওয়ার পিছনে রয়েছে শরিক দল তিপ্রা মথার কর্মীরা। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের উপস্থিতিতে জম্পুইজলা বাজারে নির্ধারিত জনসভায় যোগ দিতে যাচ্ছিলেন বহু কর্মী-সমর্থক। পথে বিভিন্ন স্থানে মথা কর্মীদের দ্বারা রাস্তা অবরোধ ও বাধা সৃষ্টির অভিযোগ উঠেছে।

রাজনৈতিক মহলের দাবি, “জনসমর্থন হারিয়ে তিপ্রা মথা এখন নতুন কৌশল হিসেবে রাস্তা অবরোধ ও হামলার আশ্রয় নিচ্ছে।” ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ঘটনা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande