সিলিন্ডারের আড়ালে মদ পাচারের চেষ্টা পুরুলিয়ায়, বিক্ষোভ মহিলাদের
পুরুলিয়া, ২২ অক্টোবর (হি.স.): রান্নার গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকআপ ভ্যানের আড়ালে বেশ কয়েক বাক্সভর্তি মদ পাচারের চেষ্টা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই পিকআপ ভ্যান আটকে মদ রাস্তায় ফেলে দিলেন গ্রামের কয়েকশো মহিলা। বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্
সিলিন্ডারের আড়ালে মদ পাচারের চেষ্টা পুরুলিয়ায়, বিক্ষোভ মহিলাদের


পুরুলিয়া, ২২ অক্টোবর (হি.স.): রান্নার গ্যাস সিলিন্ডার বোঝাই একটি পিকআপ ভ্যানের আড়ালে বেশ কয়েক বাক্সভর্তি মদ পাচারের চেষ্টা হচ্ছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেই পিকআপ ভ্যান আটকে মদ রাস্তায় ফেলে দিলেন গ্রামের কয়েকশো মহিলা।

বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় পুরুলিয়া জেলার জয়পুর থানার শ্রীরামপুর গ্রামে। এর পরে গ্রামে মিছিল করে অবৈধ মদ বিক্রির বিরুদ্ধে স্লোগান তোলেন মহিলারা। যাঁরা গ্রামে মদ বিক্রি করেন বলে অভিযোগ, তাঁদের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ দেখান মহিলারা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande