হুগলি, ২২ অক্টোবর (হি.স.): হুগলির শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল থেকে সদ্যোজাত এক শিশুকন্যাকে ‘চুরি’র অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। পুলিশের দাবি, কিছুক্ষণের মধ্যেই শহরের নওগাঁ মোড়ের কাছে টোটো থামিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। মহিলা এবং টোটোচালককে আটক করা হয়েছে। শিশুটির আত্মীয়েরা জানান, বুধবার দুপুরে কোলে নেওয়ার নাম করে মায়ের থেকে শিশুটিকে নেন ওই মহিলা। মায়ের অন্যমনস্কতার সুযোগে শিশুটিকে নিয়ে টোটো চেপে পালাচ্ছিলেন। শিশুটিকে কেন তিনি নিয়ে যাচ্ছিলেন, জানার চেষ্টা করছে পুলিশ।
গত বৃহস্পতিবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি ওয়ালশ হাসপাতালে মেয়ের জন্ম দেন। বুধবার সকালে সন্তানকে নিয়ে বাড়ি যাওয়ার কথা ছিল তাঁর। সেই মতো বাড়ির লোকেরাও এসেছিলেন। নেহাকে হাসপাতালের নীচে বসিয়ে রেখে গাড়ি ডাকতে গিয়েছিলেন সঙ্গে থাকা দুই আত্মীয়। এরই মধ্যে এক মহিলা নেহার পাশে এসে বসেন। নেহার বাচ্চার প্রশংসা শুরু করেন। আদরও করেন দূর থেকে। এর পরেই বেশ কিছুটা ভাব জমিয়ে বাচ্চাটিকে একবার কোলে নিয়ে আদর করতে চান। নেহাও না করেননি। তাঁর কোলে বাচ্চাকে দিয়ে একটু অন্যমনস্ক হতেই নেহা দেখেন পাশে মহিলা নেই। বাচ্চাও উধাও। কান্নাকাটি শুরু করেন নেহা। ছুটে আসেন বাড়ির লোকেরা। থানায় খবর দেওয়া হয়। শ্রীরামপুরের নওগাঁর মোড়ে একটি টোটোতে এক মহিলাকে ধরে পুলিশ। তাঁর কোলে ছিল সদ্যোজাত শিশু। ওই মহিলাকে আটক করা হয়। শিশু ফিরেছে মায়ের কোলে। ওই মহিলা কেন শিশুটিকে নিয়ে গিয়েছিল, কী উদ্দেশ্য ছিল, সমস্ত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ