বুধবার ইন্দোরে ইংল্যান্ডের মুখোমুখি অস্ট্রেলিয়া
ইন্দোর, ২২ অক্টোবর (হি.স.): বুধবার ইন্দোরে ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপের একটি লিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের দুটি সফল দল, পুরনো প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতায় এই বছরের শুরুতে অ্যাশেজে অস্ট্রেলিয়া
ইন্দোরে  অস্ট্রেলিয়া আজ মুখোমুখি ইংল্যান্ডের,


ইন্দোর, ২২ অক্টোবর (হি.স.): বুধবার ইন্দোরে ২০২৫ সালের মহিলা ওয়ানডে বিশ্বকাপের একটি লিগ ম্যাচে মুখোমুখি হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের দুটি সফল দল, পুরনো প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। উত্তপ্ত প্রতিদ্বন্দ্বিতায় এই বছরের শুরুতে অ্যাশেজে অস্ট্রেলিয়া জয়লাভ করে।

ওয়ানডে–তে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড মুখোমুখি:

**খেলা ম্যাচ: ৮৯টি

**অস্ট্রেলিয়ার জয়: ৬১টি

**ইংল্যান্ড: ২৪টি

**কোন ফলাফল নেই: ৩টি

**টাই: ১টি

ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড মুখোমুখি:

**খেলা ম্যাচ: ১৯টি

**অস্ট্রেলিয়া জয়: ১৩টি

**ইংল্যান্ড: ৪টি

**টাই: ১

**কোন ফলাফল নেই: ১টি

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande