ঢাকা, ২২ অক্টোবর (হি. স.) : মানবতা বিরোধী অপরাধের পৃথক তিনটি মামলায় ১৫ জন সেনা কর্তাকে জেলে পাঠানো হল। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তাদের ঢাকার সেনানিবাসের জেলে পাঠানো হয়। এদিন খবরটি জানিয়েছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবীর।
এদিন সকাল ১০টা নাগাদ সেনা কর্মকর্তাদের প্রিজন ভ্যানে তোলা হয়। ১৫ সেনাকর্তার আইনজীবী এম সরোয়ার হোসেন ট্রাইব্যুনালে শুনানি শেষে সাংবাদিকদের জানালেন, তাঁর মক্কেলদের ঢাকার সেনানিবাসের জেলে রাখা হবে।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক মো. জাহাঙ্গীর কবীর বলেন, ১৫ সেনাকর্তাকে ঢাকা সেনানিবাসের যে জেলে রাখা হবে সেখানে ইতিমধ্যে প্রয়োজনীয় প্রহরা নিয়োগ করা হয়েছে।
আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনকালে গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় এবং জুলাইয়ে গণ অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় প্রাক্তন ও বর্তমান মিলিয়ে ২৫ জন সেনাকর্তার বিরুদ্ধে ৮ অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল ।
১১ অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর তরফে সাংবাদিক সম্মেলন করে জানানো হয়, ওই মামলায় ১৫ জন সেনাকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।
এরপর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১২ অক্টোবর ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি জারি করে।
বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ এদিন ওই সাজার আদেশটি দেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
হিন্দুস্থান সমাচার / সোনালি