কলকাতা, ২২ অক্টোবর (হি.স.) : ভাইয়ের কপালে দিলাম ফোঁটা... - চিরাচরিত প্রথা মেনে আবহমান কাল থেকে এই প্রাচীন রীতি চালু রয়েছে। রাত পোহালেই পবিত্র উৎসব ভাইফোঁটা। ওই পবিত্র উৎসবের প্রাক্কালে বুধবার ফিরহাদ হাকিমের কপালে ফোঁটা দিয়েছেন বোন শ্যামা ভট্টাচার্য। উল্লেখ্য, বৃহস্পতিবার ভাইফোঁটা উৎসব উপলক্ষে দক্ষিণ কলকাতার চেতলা অগ্রণী ক্লাবে যথারীতি অন্যান্য বছরের মতো রয়েছে ভাইফোঁটার আসর। সকাল দশটা নাগাদ তার সূচনা করবেন মেয়র ফিরহাদ হাকিম। কলকাতা পুরসভার তরফেও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী এই তথ্য সংবাদ মাধ্যমের কাছে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত