পুকুরে তলিয়ে মৃত্যু কৃষকের
আউরাইয়া, ২২ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় পুকুরে তলিয়ে প্রাণ হারালেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে , মঙ্গলবার গভীর রাতে আয়ানা থানার অন্তর্গত যশবন্তপুর গ্রামে। বুধবার এক পুলিশ আধিকারিক জানান , মৃত কৃষকের নাম ইন্দ্রপাল কাঠেরিয়া। মঙ্গলব
পুকুরে তলিয়ে মৃত্যু কৃষকের


আউরাইয়া, ২২ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় পুকুরে তলিয়ে প্রাণ হারালেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে , মঙ্গলবার গভীর রাতে আয়ানা থানার অন্তর্গত যশবন্তপুর গ্রামে।

বুধবার এক পুলিশ আধিকারিক জানান , মৃত কৃষকের নাম ইন্দ্রপাল কাঠেরিয়া। মঙ্গলবার গভীর রাতে তিনি জমিতে সেচের জল নিতে পুকুরে গিয়েছিলেন। বুধবার সকালে গ্রামবাসীরা পুকুরে কৃষকের মৃতদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande