উলুবেড়িয়াকাণ্ডে ক্ষুব্ধ রাজ্যপাল বোস, চিকিৎসকদের সহমর্মী হওয়ার আহ্বান
কলকাতা, ২২ অক্টোবর, (হি.স.): উলুবেড়িয়া শরৎ চন্দ্র মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসকের বিরুদ্ধে নৃশংস নিগ্রহের ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার রাজভবন সূত্রের দাবি, উলুবেড়িয়া কাণ্ডে তিনি চিকিৎসকদের নিষ্ঠা ও ত্যাগের সহমর্মী হওয়ার আহবান
উলুবেড়িয়াকাণ্ডে ক্ষুব্ধ রাজ্যপাল বোস, চিকিৎসকদের সহমর্মী


কলকাতা, ২২ অক্টোবর, (হি.স.):

উলুবেড়িয়া শরৎ চন্দ্র মেডিকেল কলেজে এক মহিলা চিকিৎসকের বিরুদ্ধে নৃশংস নিগ্রহের ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার রাজভবন সূত্রের দাবি, উলুবেড়িয়া কাণ্ডে তিনি চিকিৎসকদের নিষ্ঠা ও ত্যাগের সহমর্মী হওয়ার আহবান জানিয়েছেন। মহিলা চিকিৎসককে হুমকি ও হামলার ঘটনায় আরও একজন গ্রেফতার হয়েছে।

সূত্রের খবর, বুধবারও সেখানে পরিবেশ স্বাভাবিক হয়নি। বিরোধী রাজনীতিক দলের প্রতিনিধিরা রাজ্যের আইনশৃংখলা নিয়ে প্রশ্ন তুলছেন। চিকিৎসক সহ বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত গণসংগঠন প্রতিবাদ জানিয়েছে।

রাজ্যপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বলেন, রাজ্যপাল উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে এক মহিলা স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের উপর হামলার ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। চিকিৎসকরা সমাজের প্রাণরেখা। তাঁরা আমাদের চিকিৎসা ও সেবার জন্য সারাজীবন নিজেকে উৎসর্গ করেন।

চিকিৎসকদের উপর হিংসা সভ্য সমাজের আচরণ নয়, এবং তা কোনও ভাবেই কাম্য নয়। রাজ্যপাল সবাইকে আহ্বান জানিয়েছেন যেন চিকিৎসকদের মানবিকতা, নিষ্ঠা ও ত্যাগের ভূমিকা সম্পর্কে সচেতন হই এবং তাঁদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করি।

এমনকি, এই বিষয়ে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত রাজ্যের থেকে রাজ্যপাল রিপোর্ট চাইতে পারেন বলেও জানা গিয়েছে। এর আগে একাধিক ঘটনায় রাজ্যের নারী নির্যাতন নিয়ে মুখ খুলেছেন রাজ্যপাল।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande