শিলচর (অসম), ২২ অক্টোবর (হি.স.) : আগামী ২৪ ও ২৫ অক্টোবর, দু-দিনের সরকারি সফরে বরাক উপত্যকা সফরে আসছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা। দুদিনের সফর কর্মসূচিতে রয়েছে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন, মহিলা উদ্যোমিতা অভিযানের অর্থ বিতরণ, নয়া হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দলীয় সাংগঠনিক বৈঠক।
দু দিবসীয় সফরের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী কেবল প্রশাসনিক উন্নয়নের গতি ত্বরান্বিত করবেন না, বরং জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে “তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক অংশগ্রহণ” আরও দৃঢ় করার বার্তাও দেবেন।
মুখ্যমন্ত্রীর সফরসূচি শুরু হবে শুক্রবার সকালে শ্রীভূমি জেলার রামকৃষ্ণ নগর থেকে। এদিন সকাল ১১টায় তিনি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান-এর অধীনে আয়োজিত এক বৃহৎ চেক বিতরণ অনুষ্ঠানে। এই কর্মসূচির মাধ্যমে রাজ্য সরকারের মূল লক্ষ্য “প্রতিটি গৃহে অর্থনৈতিক স্বাধীনতা ও আত্মনির্ভরতা” বাস্তব রূপ পাচ্ছে।
এই অভিযানে অংশগ্রহণকারী হাজার হাজার মহিলা নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছেন। তাঁরা ক্ষুদ্র ব্যবসা, কারুশিল্প, পশুপালন বা অন্যান্য উদ্যোগের মাধ্যমে নিজেদের জীবনের পাশাপাশি স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি আনছেন। মুখ্যমন্ত্রীর উপস্থিতি সেই আন্দোলনে আরও অনুপ্রেরণার সঞ্চার করবে বলে আশা করা হচ্ছে।
এদিন রামকৃষ্ণনগরের কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী দুপুর একটায় পৌঁছবেন শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠেয় শিলচর বিধানসভা কেন্দ্রের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান-এর দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে। অনুষ্ঠানে হাজার উপভোক্তা, স্বনির্ভর গোষ্ঠী এবং তরুণ উদ্যোক্তা অংশ নেবেন।
এই কর্মসূচি কেবল অর্থনৈতিক সহায়তা নয়, বরং “সমাজে নারীর মর্যাদা ও নেতৃত্বের ভূমিকা” প্রতিষ্ঠার দিকেও এক বড় পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন।
দুপুরের কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী বিকাল ৪:৩০-এ পৌঁছবেন শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে তিনি উদ্বোধন করবেন বরাক উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন মাইলফলক প্রস্তাবিত ২০০ শয্যাবিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন।
এই অত্যাধুনিক চিকিৎসা প্রতিষ্ঠান চালু হলে কেবল বরাক উপত্যকাই নয়, ত্রিপুরা, মণিপুর এবং মিজোরামের মতো পার্শ্ববর্তী রাজ্যগুলির রোগীরাও উপকৃত হবেন। হৃদরোগ, ক্যানসার, নিউরো, ও নেফ্রো চিকিৎসা সহ বিশেষায়িত বিভাগগুলির মাধ্যমে এই হাসপাতাল বরাক উপত্যকায় “মেডিক্যাল হাব”-এর সম্ভাবনা সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
বিকাল ৫:১৫-এ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন গ্র্যান্ড প্যালেস হল-এ অনুষ্ঠেয় শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি বুথ সভাপতি ও শক্তি কেন্দ্রের কর্মী বৈঠকে। ওই বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই রাজ্য সংগঠনের মূল কৌশল নির্ধারণে সক্রিয় ভূমিকা নেবেন বলে জানা গেছে। তিনি তৃণমূল কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানাবেন।
মুখ্যমন্ত্রীর বরাক উপত্যকা সফরের দ্বিতীয় দিন, শনিবার সকাল ১০টায় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন বিন্নাকান্দি মণ্ডল বিজেপি কার্যালয়। এর পর ১০:৪০-এ লক্ষ্মীপুর মণ্ডল বিজেপি কার্যালয়। এই দুটি কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে বরাকের গ্রামীণ অঞ্চলে দলের সাংগঠনিক কাঠামো আরও দৃঢ় হবে এবং সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক সংযোগ আরও গভীর হবে বলে রাজনৈতিক মহলের অভিমত।
এরপর সকাল ১১:৪৫-এ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোমিতা অভিযান-এর চেক বিতরণ অনুষ্ঠানে, যা অনুষ্ঠিত হবে লাবক মাঠে। এই কর্মসূচি বরাক উপত্যকার গ্রামীণ মহিলাদের আর্থিক স্বাধীনতা অর্জনের পথে আরও এক বড় ধাপ। মুখ্যমন্ত্রী স্বয়ং তাঁদের হাতে চেক তুলে দিয়ে আত্মনির্ভরতার এই আন্দোলনের প্রতীকী বার্তা দেবেন।
মুখ্যমন্ত্রীর দু দিনের সফরকে কেন্দ্র করে প্রশাসনিক মহলে উচ্ছ্বাসের পরিবেশ। সরকারি সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর সফর বরাক উপত্যকার উন্নয়নমূলক প্রকল্প, পরিকাঠামো, স্বাস্থ্য ও উদ্যোগিতা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে। দিনের শেষে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা শিলচর থেকে গুয়াহাটি ফিরে যাবেন বলে বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস