রূপসী কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ২২ অক্টোবর (হি. স.) : বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র জীবনানন্দ দাশ। ডাক নাম - মিলু। এই কবি তাঁর কবিতায় গ্রামবাংলার অপরূপ সৌন্দর্য ও প্রকৃতির রূপ - লাবণ্যকে এক ভিন্ন মাত্রায় তুলে ধরেছেন যে, অন্য কোনও কবির পক্ষে তার সমকক্ষ হওয়া কঠিন। উল
রূপসী কবি জীবনানন্দ দাশের তরুণ বয়সের ছবি


কলকাতা, ২২ অক্টোবর (হি. স.) : বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র জীবনানন্দ দাশ। ডাক নাম - মিলু। এই কবি তাঁর কবিতায় গ্রামবাংলার অপরূপ সৌন্দর্য ও প্রকৃতির রূপ - লাবণ্যকে এক ভিন্ন মাত্রায় তুলে ধরেছেন যে, অন্য কোনও কবির পক্ষে তার সমকক্ষ হওয়া কঠিন। উল্লেখ্য, যদিও তিনি বাংলার পাঠক মহলের কাছে রূপসী বাংলার কবি হিসেবেই অধিক পরিচিত। নির্জনতম কবি হিসেবেও তাঁকে ওই আখ্যা দেওয়া হয়েই থাকে। বাংলা সাহিত্যে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ এই পরিচিতি লাভ করেছেন তিনি। মূলতঃ প্রকৃতির কবিও বটেই তিনি ।

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৫৪ সালের আজকের এই দিনে প্রয়াত হন। বর্ণিত তথ্য অনুযায়ী, কলকাতায় ট্রামে ধাক্কাতেই শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন। উল্লেখ্য, বাংলা সাহিত্যের অমর কবি ও প্রকৃতির কবি জীবনানন্দ দাশের ৭১ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে বুধবার এক বার্তায় তিনি জানান যে - রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রয়াণ দিবসে তাঁকে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande