ডোমকল, ২২ অক্টোবর (হি. স.) : অসুস্থ বাবার চিকিৎসা করাতে শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে এসেছিলেন। আর এরপরেই ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। বাবার বাড়ির লোহার গেটে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন মেয়ে। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের ডোমকল এলাকায়।
জানা গিয়েছে, মৃতার নাম মৌসুমী বিবি। তিনি খবর পান তাঁর বাবা গুরুতর অসুস্থ। অসুস্থতার খবর পেয়ে বাবাকে ডাক্তার দেখানোর জন্য বাপের বাড়িতে আসেন। বাড়িতে এসে পৌঁছানোর পর মৌসুমী নিজেই খানিকটা অসুস্থ হয়ে পড়েন। মেয়ের এমন অবস্থা দেখে ব্যাকুল হয়ে ওঠেন বাবা। মেয়ের জন্য ওষুধ আনতে ছুটে যান তিনি। বাড়ি ঢুকতেই দেখেন খোদ তার একমাত্র মেয়েই লোহার গেটে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে রয়েছে। তড়িঘড়ি সেখান থেকে তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি