প্যারিস, ২২ অক্টোবর (হি.স.): ২০২৬ সালের ডায়মন্ড লিগ মরসুমের ফাইনালের তারিখ মঙ্গলবার ঘোষণা করা হয়েছে। ফাইনাল হবে ৪-৫ সেপ্টেম্বর ব্রাসেলসে।
ট্র্যাক অ্যান্ড ফিল্ডের অভিজাত একদিনের সিরিজ, এটি তার ১৭তম আসর। আবারও ১৪টি ম্যাচে পয়েন্টের জন্য প্রতিযোগিতা করবে ক্রীড়াবিদরা ফাইনালে খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্যে।
চারটি মহাদেশের ১৩টি ভিন্ন দেশে অনুষ্ঠিত হবে।
ডায়মন্ড লিগ ২০২৬:
৮ মে – দোহা
১৬ মে – সাংহাই, চীন
২৩ মে – জিয়ামেন, চীন
৩১ মে – রাবাত
৪ জুন – রোম
৭ জুন – স্টকহোম
১০ জুন – অসলো
২৬ জুন – প্যারিস
৪ জুলাই – ইউজিন, মার্কিন যুক্তরাষ্ট্র
১০ জুলাই – মোনাকো
১৮ জুলাই – লন্ডন
২১ আগস্ট – লুসান, সুইজারল্যান্ড
২৩ আগস্ট – সাইলেসিয়া, পোল্যান্ড
২৭ আগস্ট – জুরিখ, সুইজারল্যান্ড
৪-৫ সেপ্টেম্বর – ব্রাসেলসে ফাইনাল।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি