হাওড়া, ২২ অক্টোবর, (হি.স.): রাত পোহালেই ভাইফোঁটা। তার আগে, হাওড়ার তেলকলঘাটের কাছে এক অন্যরকম ভাইফোঁটার ছবি ধরা পড়ল। সেই সঙ্গে হল বোনফোঁটাও।
আমাদের চারদিকে ক্রমেই বাড়ছে দূষণ। গাছ কেটে তৈরি হচ্ছে বসতবাড়ি, কলকারখানা। চওড়া হচ্ছে রাস্তাঘাট। আর যতই থাবা বাড়াচ্ছে নগরায়ন, ততই সমস্যা তৈরি হচ্ছে পরিবেশে। এই ভাবনা থেকেই গাছেদের ভাইফোঁটা দেওয়ার এই অনুষ্ঠান। মূল ভাবনা, পরিবর্তিত পরিবেশে আর গাছ কাটা নয়, বরং গাছেদের রক্ষা করা। এই অনুষ্ঠানের অন্যতম প্রধান উদ্যোক্তা পরিবেশবিদ সুভাষ দত্ত।
তিনি জানান, বিগত ২০ বছর ধরে গাছেদের ফোঁটা দেওয়া হচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতির সঙ্গে মানুষের মেলবন্ধন করাই মূল উদ্দেশ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশজুড়ে মেয়েদের উপরে ঘটে চলা নির্যাতনের বিরুদ্ধেও বার্তা দেওয়া হয়। ব্যবস্থা হয় ‘বোনফোঁটা’র। একটি প্রতীকী ছবির উপরে ফোঁটা দিয়ে পালন করা হয় এই উৎসব।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত