ওয়াশিংটন, ২২ অক্টোবর (হি.স.): আমেরিকার হোয়াইট হাউসে উদযাপিত হল আলোর উৎসব দীপাবলি। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দীপাবলি অনুষ্ঠানের সূচনা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় মোহন কোয়াত্রা-সহ অনেকেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে ট্রাম্পকে শুভেচ্ছা জানান কোয়াত্রা।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমি ভারতের জনগণকে ভালোবাসি। আমি আজ প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি এবং আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। তিনি রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনি আমার মতোই এই যুদ্ধের অবসান দেখতে চান। তিনি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধের অবসান দেখতে চান। তাঁরা খুব বেশি তেল কিনবে না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা