শিমলা, ২২ অক্টোবর (হি.স.): কেঁপে উঠল হিমাচল প্রদেশের পার্বত্য এলাকা। মঙ্গলবার গভীর রাতে এই কম্পন অনুভূত হয় শিমলাতে। ভূপষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে একটি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ২.৮। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্পের তীব্রতা খুব বেশি না থাকায় বড়সড় কোনও ক্ষতি হয়নি।
এদিকে হিমাচলের পাশাপাশি বুধবার সকালে কর্ণাটকের বিজয়পুরাতেও কম্পন অনুভূত হয়। শিমলার মতো এখানেও ভূপষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ