এক দিওয়ানে কি দিওয়ানিয়ত : প্রথম দিন বক্স অফিসে আয় সাড়ে ৮ কোটি টাকা
মুম্বই, ২২ অক্টোবর (হি.স.) : বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানে ও সোনম বাজওয়া অভিনীত বহু প্রতীক্ষিত ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। মুক্তির আগেই ছবির ট্রেলার ও গান দর্শকমহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল। বুধবার বক্স অফিস সূত্রে জ
এক দিওয়ানে কি দিওয়ানিয়ত : প্রথম দিন বাক্স অফিসে আয় ৮.৫০ কোটি টাকা


মুম্বই, ২২ অক্টোবর (হি.স.) : বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানে ও সোনম বাজওয়া অভিনীত বহু প্রতীক্ষিত ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। মুক্তির আগেই ছবির ট্রেলার ও গান দর্শকমহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছিল।

বুধবার বক্স অফিস সূত্রে জানা গেছে, মুক্তির প্রথম দিনেই ছবিটি সাড়ে ৮ কোটি টাকার আয় করেছে। ৩০ কোটি টাকার বাজেটে নির্মিত এই ছবিটি প্রত্যাশার তুলনায় ভালো সূচনা করেছে বলে জানা গেছে।

তবে, আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মন্দান্না অভিনীত ব্লকবাস্টার ‘থামা’-র সঙ্গে সমান্তরাল প্রতিযোগিতায় নামতে হয়েছে এই ছবিকে। ‘এক দিওয়ানে কি দিওয়ানিয়ত’ প্রেম, আবেগ ও মানসিক দ্বন্দ্বের গল্প তুলে ধরেছে।

দর্শকরা ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে হর্ষবর্ধন ও সোনমের অনস্ক্রিন জুটির প্রশংসা করেছেন। হর্ষবর্ধন ও সোনম ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন শাদ রন্ধাওয়া ও শচীন খেদেকর। মিলাপ মিলন জাভেরি পরিচালিত এই সিনেমাটি প্লে ডিএমএফ-এর ব্যানারে নির্মিত। ছবির সঙ্গীত ও সংলাপ দু’টোই দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande