বিজনৌর, ২২ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের বিজনৌরে এক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে, বুধবার সকালে কোতোয়ালি দেহাত থানা এলাকায়। ঘটনায় এক বৃদ্ধা মহিলার মৃত্যু হয়। বুধবার এক পুলিশ আধিকারিক জানান, মৃত বৃদ্ধার নাম সুশীলা দেবী (৮০)। তিনি সিকান্দরপুর গ্রামের বাসিন্দা।
জানা গেছে, বুধবার সকালে রাস্তা পার হওয়ার সময়ে একটি দ্রুতগামী ট্যাঙ্কার তাকে ধাক্কা দেয়। এই ঘটনায় বৃদ্ধা গুরুতর আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ট্যাঙ্কারটি বাজেয়াপ্ত করেছে এবং চালককে আটক করেছে। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন