হাওড়া, ২২ অক্টোবর (হি.স.): বাজির আগুনে পুড়ে ছাই বাড়ি। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য হাওড়ার ব্যাঁটরা থানার অন্তর্গত নরসিংহ দত্ত রোড এলাকায়। এক গৃহস্থের বাড়ির টালির চালে জ্বলন্ত ফানুস উড়ে গিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছয়। দমকল কর্মীরা ঘরের দরজা ভেঙে কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘরটি ভস্মীভূত হয় আগুনে। হতাহতের কোনও খবর নেই। এই অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা