কলকাতা, ২২ অক্টোবর (হি. স.) : শ্যামাপূজো উপলক্ষে পুলিশের উদ্যোগে ঢোলাহাটে এক ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। বুধবার ঢোলাহাট থানার উদ্যোগেই সুন্দরবন পুলিশ জেলার নির্দেশে ঢোলাহাট থানা সমন্বয় কমিটির উদ্যোগে ঢোলাহাট থানার পুরানো বিল্ডিংয়ের বিপরীত মাঠে প্রতিযোগিতা শুরু হয়। এতে ৭ টি দল অংশগ্রহণ করে। এর সূচনা করেন ঢোলাহাট থানার আই সি দেবাশিস রায়। কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে যে, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পর্যায়ের শেষে ফাইনাল প্রতিযোগিতা শুরু হয়। ফাইনাল খেলায় বিজয়ী ও বিজিত উভয় দলের হাতে পুরস্কার তুলে দেন গ্রাম পঞ্চায়েত প্রধান নিশিকান্ত হালদার ও উপপ্রধান প্রতিনিধি মোজাফ্ফর খান। ঢোলাহাট থানার আই সি দেবাশিস রায় সহ পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত