পাথারকান্দির কচুবা‌ড়ি‌তে ‘শহিদ সুদেষ্ণা স্টাডি সেন্টার কাম লাইব্রেরি’র শিলান্যাস
পাথারকান্দি (অসম), ২২ অক্টোবর (হি.স.) : পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার জন্য শহিদ সুদেষ্ণা সিনহার জন্মগ্রাম কচুবাড়িতে ১০ লক্ষ টাকা মঞ্জুরকৃত অর্থে ‘শহিদ সুদেষ্ণা স্টাডি সেন্টার কাম লাইব
শহিদ সুদেষ্ণা স্টাডি সেন্টার কাম লাইব্রেরির ভিত্তি প্রস্তর স্থাপন


পাথারকান্দি (অসম), ২২ অক্টোবর (হি.স.) : পাথারকান্দির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার জন্য শহিদ সুদেষ্ণা সিনহার জন্মগ্রাম কচুবাড়িতে ১০ লক্ষ টাকা মঞ্জুরকৃত অর্থে ‘শহিদ সুদেষ্ণা স্টাডি সেন্টার কাম লাইব্রেরি’র শিলান্যাস হয়েছে।

সরকারি কাজে বাইরে থাকায় বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতিনিধি শশীবাবু সিনহা অন্য বহুজনকে সঙ্গে নিয়ে আজ ‘শহিদ সুদেষ্ণা স্টাডি সেন্টার কাম লাইব্রেরি’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন।

উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শহিদ সুদেষ্ণার ভাই অমিত সিনহা এই মহৎ প্রয়াসের জন‌্য মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেছেন।

আজকের এই অনুষ্ঠা‌নে অন‌্যান‌্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন বিমল সিনহা, প্রমোদি‌নী সিনহা, শিশির সিনহা, সত্যজিৎ সিনহা, স্বপন রাজকুমার, মনোজ সিনহা প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১৬ মার্চ পথারকা‌ন্দির কলকলিঘাট রেল স্টেশনের পাশে বিলবাড়ি এলাকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাকে মর্যাদা প্রদানের দাবিতে পরিচালিত গণআন্দোল‌নে পুলিশের গুলিতে শহিদ হয়ে‌ছি‌লেন সুদেষ্ণা সিনহা।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande