গঙ্গোত্রী, ২২ অক্টোবর (হি.স.): শীতের মরসুমের জন্য উত্তরাখণ্ডের গঙ্গোত্রী মন্দিরটি বুধবার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল ১১টা ৩৬ মিনিটে অন্নকূট উৎসবের পরে আনুষ্ঠানিকভাবে মন্দিরের দ্বার বন্ধ করা হয়। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণ ফুল দিয়ে জাঁকজমকপূর্ণভাবে সজ্জিত করা হয়। মন্দির সূত্রে খবর, এই বছর এখনও পর্যন্ত ৭ লক্ষ ৫৭ হাজারেরও বেশি ভক্ত গঙ্গোত্রী মন্দির পরিদর্শন করেছেন।
অন্নকূট এবং গোবর্ধন পুজোর শুভ মুহূর্তে বুধবার সকাল ১১টা ৩৬ মিনিটে গঙ্গোত্রী মন্দিরের দরজা শীতকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এখন থেকে ভক্তরা মুখবা (মুখিমঠ) গ্রামে দেবী গঙ্গার শীতকালীন আশ্রমে প্রার্থনা এবং আশীর্বাদ গ্রহণের সুযোগ পাবেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা