মুম্বই, ২২ অক্টোবর (হি. স.) : প্রয়াত গায়ক-অভিনেতা ঋষভ ট্যান্ডন। শিল্পীর আকস্মিক প্রয়াণে শোকের ছায়া অনুরাগীমহলে। দিল্লিতে পরিবারের সঙ্গে দীপাবলির উদযাপনে গিয়েছিলেন ঋষভ। সেখানেই মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
ঋষভ ছিলেন বলিউডের প্রতিভাবান গায়ক, সুরকার এবং একইসঙ্গে অভিনয়েও দখল ছিল তাঁর। অভিনয় করেছিলেন, ‘ফকির- লিভিং লিমিটলেস’ এবং ‘রশনা: দ্য রে অফ লাইট’ ছবিতে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতে গায়কের বহু গান হিট হয়েছে। যা মন ছুঁয়েছে নেটিজেনদের। তার মধ্যে অন্যতম হল ‘ফকির’। যা খুবই জনপ্রিয়তা পেয়েছিল। তারপর থেকে গায়কের নামও হয়েছে ‘ফকির’। তাঁর অনুরাগীদের একাংশ তাঁকে এই নামেই ডাকতেন। শুধু তাই নয়, এযাবৎকাল ঋষভ অনেক গান রেকর্ড করেছেন। যদিও তা এখনও রয়েছে অপ্রকাশিত। একইসঙ্গে তার লেখা গানও বেশ জনপ্রিয়তা পেয়েছে। মন ছুঁয়েছে শ্রোতাদের। তাঁর জীবনের এমন ছন্দপতন মেনে নিতে পারছেন না কেউই।
গুণী শিল্পী হওয়ার পাশাপাশি পশুপ্রেমীও ছিলেন ঋষভ। বাড়িতে প্রতিপালন করতেন সারমেয়, বেড়াল, পাখি ইত্যাদি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন দুনিয়ায়।
হিন্দুস্থান সমাচার / সোনালি