সাগরদিঘীতে দুর্ঘটনায় মোটরবাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু
কলকাতা, ২২ অক্টোবর (হি. স.) : মুর্শিদাবাদ জেলাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। বুধবারের ঘটনাটি ঘটেছে । পুলিশ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের সাগরদীঘি থানা এলাকার রতনপুর ১২ নং জাতীয় সড়কের কাছে ওই বিপত্তি। মৃতের নাম নাসিরুদ্দি
সাগরদিঘীতে দুর্ঘটনায় মোটরবাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু


কলকাতা, ২২ অক্টোবর (হি. স.) : মুর্শিদাবাদ জেলাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় এক মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। বুধবারের ঘটনাটি ঘটেছে । পুলিশ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদের সাগরদীঘি থানা এলাকার রতনপুর ১২ নং জাতীয় সড়কের কাছে ওই বিপত্তি। মৃতের নাম নাসিরুদ্দিন সেখ। তার বাড়ি সাগরদীঘি থানার জালবান্ধা এলাকায়।

জানা গেছে, জালবান্ধা থেকে মোটরবাইকে চেপে রতনপুর এলাকায় সবজি কিনতে যাচ্ছিল নাসিরুদ্দিন। রতনপুরের ১২ নং জাতীয় সড়কে রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে আসা একটি বাসের সঙ্গে মোটর বাইকের সংঘর্ষ হয়।। এর ফলে ছিটকে পড়ে যায় নাসিরুদ্দিন সেখ। তারপর সেখান থেকেই তড়িঘড়ি তাকে উদ্ধার করে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে গিয়ে মৃত্যু হয় নাসিরুদ্দিন শেখের।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande