পাঁচ দশক পর মণিপুরের উখরুলে জন্মগ্রামে পদার্পণ এনএসসিএন (আইএম)-সুপ্রিমো মুইভার
ইমফল, ২২ অক্টোবর (হি.স.) : টানা পাঁচ দশক পর মণিপুরের উখরুলে অবস্থিত জন্মগ্রাম সোমদালে এসেছেন শান্তিচুক্তিতে আবদ্ধ উগ্রপন্থী সংগঠন ‘ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড, ইশাক-মুইভা’ (এনএসসিএন-আইএম)-সুপ্রিমো থুইঙ্গালেং মুইভা। আজ বুধবার জেল
উখরুল ময়দানে নবনির্মিত হ্যালিপ্যাডে উষ্ণ স্বাগত এনএসসিএন-আইএম-সুপ্রিমো মুইভাকে


ইমফল, ২২ অক্টোবর (হি.স.) : টানা পাঁচ দশক পর মণিপুরের উখরুলে অবস্থিত জন্মগ্রাম সোমদালে এসেছেন শান্তিচুক্তিতে আবদ্ধ উগ্রপন্থী সংগঠন ‘ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড, ইশাক-মুইভা’ (এনএসসিএন-আইএম)-সুপ্রিমো থুইঙ্গালেং মুইভা।

আজ বুধবার জেলা সদরের বকশি ময়দানে নবনির্মিত হ্যালিপ্যাডে চপারে করে ৯১ বছর বয়সি নাগা নেতা মুইভা অবতরণ করেন। মাঠে তাঁকে ঐতিহ্যবাহী পোশাকে হাজারো নাগা মহিলা এবং বর্শাধারী ও হেডগিয়ার পরিহিত পুরুষ উচ্চৈঃস্বরে জয়ধ্বনী দিয়ে উষ্ণ স্বাগত জানিয়েছেন তাঁকে। মুইভার সঙ্গে এনএসসিএন (আইএম)-এর বেশ কয়েকজন সিনিয়র নেতাও উখরুলে এসেছেন।

স্থানীয় বাসিন্দা জনৈক এ হোরাম বলেন, ‘আমাদের নেতা মুইভা আজ এখানে এসেছেন, এটা আমার এবং সমগ্র নাগাদের জন্য একটি আবেগময় মুহূর্ত। আমরা তাঁর গল্প শুনে বড় হয়েছি।’ তিনি জানান, আগামী ২৯ অক্টোবর সেনাপতি জেলা হয়ে ডিমাপুরে (নাগাল্যান্ড) যাবেন মুইভা। এর আগে তিনি এক সপ্তাহ সোমদালে থাকবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ১৯৯৭ সালে এক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল এনএসসিএন (আইএম)। এর পর ২০১৫ সালের ৩ আগস্ট কেন্দ্রের সঙ্গে ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (ইশাক-মুইভা)-র মধ্যে এক প্রারম্ভিক চুক্তি (ফ্রেমওয়ার্ক অ্যাগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande