শিলচর (অসম), ২২ অক্টোবর (হি.স.) : প্রাধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের মানোন্নয়নের লক্ষ্যে আগামী ২৩ অক্টোবর এসজি রোড থেকে চেসরি গনিরগ্রাম পর্যন্ত রাস্তা দিয়ে যানবাহন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে বলে জানিয়েছে লোকনির্মান সড়ক বিভাগ বড়খলা ও কাটিগড়া টেরিটোরিয়াল রোড ডিভিশন।
বিভাগের নির্বাহী বাস্তুকার কেবি নাথ স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই দিনে ফুল ডেপথ রিক্লেমেশন প্রযুক্তি ব্যবহার করে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষামূলক ‘ট্রায়াল প্যাচ টেস্ট’ পরিচালিত হবে। আধুনিক এই প্রযুক্তির মাধ্যমে রাস্তা মজবুত ও দীর্ঘস্থায়ী করার জন্য রাস্তার সম্পূর্ণ অংশে যান চলাচল বন্ধ রাখা প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে।
নিরাপত্তা ও গুণগত মান রক্ষার্থে এই অস্থায়ী যান চলাচল নিষেধাজ্ঞা অপরিহার্য বলে জানিয়েছে বিভাগ। একই সঙ্গে, সমস্ত যানবাহন চালক ও সাধারণ পথচারীদের ওই দিন বিকল্প পথ ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
বিভাগের পক্ষ থেকে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, এই সাময়িক ব্যবস্থা ভবিষ্যতে আরও উন্নত, টেকসই ও নিরাপদ সড়ক পরিকাঠামো গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস