বারাসাত শহরের একাংশ প্রায় স্তব্ধ, পুলিশি অসহযোগিতার অভিযোগ সংবাদমাধ্যমের
উত্তর ২৪ পরগনা, ২২ অক্টোবর, (হি.স.): বারাসতের কালীপুজোর ভিড় সামলাতে হাবুডুবু খাচ্ছে স্থানীয় পুলিশ। বিস্তীর্ণ অঞ্চল প্রায় স্তব্ধ। এই পরিস্থিতিতে স্থানীয় সাংবাদিকরা প্রকাশ্যেই তাঁদের পেশাগত কাজে পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলে পুজো পরিক্রমা বয়কট করেছেন
বারাসাত শহরের একাংশ প্রায় স্তব্ধ, পুলিশি অসহযোগিতার অভিযোগ সংবাদমাধ্যমের


উত্তর ২৪ পরগনা, ২২ অক্টোবর, (হি.স.): বারাসতের কালীপুজোর ভিড় সামলাতে হাবুডুবু খাচ্ছে স্থানীয় পুলিশ। বিস্তীর্ণ অঞ্চল প্রায় স্তব্ধ। এই পরিস্থিতিতে স্থানীয় সাংবাদিকরা প্রকাশ্যেই তাঁদের পেশাগত কাজে পুলিশি অসহযোগিতার অভিযোগ তুলে পুজো পরিক্রমা বয়কট করেছেন বলে অভিযোগ।

কয়েকদিন ধরে বিকেল হতেই বারাসাত শহরের একাংশ প্রায় স্তব্ধ হয়ে পড়ছে।

ডাকবাংলো মোড় থেকে হেলা বটতলা পর্যন্ত জাতীয় সড়ক ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ ও দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। প্রায় ৫০০ মিটারের পথ ঘুরে যেতে হচ্ছে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার।

একই সঙ্গে, ১২ নম্বর জাতীয় সড়ক বন্ধ থাকায় যশোর রোডেও দেখা গিয়েছে তীব্র যানজট। রোগী নিয়ে যাওয়া থেকে শুরু করে নিত্যযাত্রীরা পর্যন্ত পড়ছেন চরম ভোগান্তিতে। এই পরিস্থিতিতে সংবাদমাধ্যমের ভূমিকা ছিল প্রশাসনিক অব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরা। কিন্তু জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের কাজে বাধা দেওয়া ও পাস বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ ছড়ায় সংবাদমাধ্যম মহলে।

মিডিয়া পাসে স্বাধীনভাবে সংবাদ সংগ্রহের কাজ করতে বাধা সৃষ্টি করার অভিযোগ তোলা হয় জেলা সাংবাদিকদের তরফে। প্রতিবাদে ঊকালীপুজো উপলক্ষে জেলা পুলিশের তরফে দেওয়া মিডিয়া পাস বয়কট করেছে সংবাদমাধ্যমের অধিকাংশ প্রতিনিধি।

এরপরই দেখা যায় এক অভূতপূর্ব দৃশ্য। যা দেখে রীতিমতো একপ্রকার অবাক হয়ে যান পথ চলতি মানুষজনও। বুধবার রাস্তায় মাইক হাতে নেমে পড়েন বারাসাত থানার আইসি মৈনাক বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, তিনি ডাকবাংলো মোড়ে দাঁড়িয়ে নিজের হাতে রাস্তা সচল থাকার দৃশ্য রেকর্ড করছেন। এমনকি দু’জন দর্শনার্থীকে থামিয়ে তাদের কাছ থেকে সন্তুষ্টির বার্তাও নিচ্ছেন। ভিডিওতে দেখা যায়, ওই দর্শনার্থীরা কিছুটা ইতস্তত করলেও শেষ পর্যন্ত পুলিশের প্রশংসা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande