মিরিকে ১৫০ ফুট খাদে পড়ে গেল যাত্রিবাহী গাড়ি, নিহত তিন
মিরিক, ২২ অক্টোবর (হি.স.): মিরিকে খাদে পড়ে গেল একটি যাত্রিবাহী গাড়ি । দুর্ঘটনায় তিনজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। বুধবার কাকরভিটা থেকে মিরিক যাওয়ার সময় নলদারায় এই দুর্ঘটনা ঘটে। তথ্য অনুসারে, ১৯ জন যাত্রী নিয়ে একটি চার চাকার গাড়ি কাকরভিটা
মিরিকে ১৫০ ফুট খাদে পড়ে গেল যাত্রিবাহী গাড়ি, নিহত তিন


মিরিক, ২২ অক্টোবর (হি.স.): মিরিকে খাদে পড়ে গেল একটি যাত্রিবাহী গাড়ি । দুর্ঘটনায় তিনজন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন। বুধবার কাকরভিটা থেকে মিরিক যাওয়ার সময় নলদারায় এই দুর্ঘটনা ঘটে।

তথ্য অনুসারে, ১৯ জন যাত্রী নিয়ে একটি চার চাকার গাড়ি কাকরভিটা থেকে মিরিক যাচ্ছিল, তখন নিয়ন্ত্রণ হারিয়ে মিরিকের নলদারায় ১৫০ ফুট খাদে পড়ে যায় যাত্রিবাহী গাড়ি। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও ১৬ জন আহত হন। নিহতদের মধ্যে দুজন নেপালের এবং একজন নকশালবাড়ির বাসিন্দা। আহতদের পানিঘাটা স্বাস্থ্যকেন্দ্র, মিরিক হাসপাতাল এবং নকশালবাড়ি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে, তার পরে পানিঘাটা ফাঁড়ি থেকে পুলিশ আসে। পুলিশ গাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালে পাঠায়। পুলিশ পুরো ঘটনার তদন্ত করছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande