কলকাতা, ২২ অক্টোবর (হি.স.): ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকালের কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা গেল। এর জেরে শিয়ালদহ দক্ষিণ শাখার পিয়ালি স্টেশনে চাঞ্চল্য ছড়িয়েছে। বেশ কিছু ক্ষণ ব্যাহত হয় ট্রেন চলাচল। ভোগান্তির শিকার হন যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় শিয়ালদহ থেকে ক্যানিংয়ের দিকে ক্যানিং লোকাল আসছিল। সেই সময় কালীকাপুর স্টেশন পার হতেই একটি মহিলা কামরা থেকে ধোঁয়া নির্গত হতে দেখা যায়। আতঙ্কে যাত্রীরা সঙ্গে সঙ্গে ড্রাইভার ও গার্ডকে বিষয়টি জানায়। ট্রেনটিকে পিয়ালি স্টেশনে থামিয়ে দেওয়া হয়। এরপর প্রায় আধ ঘণ্টা পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে ধোঁয়ার উৎস কী? তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, ব্রেকব্লকে ঘর্ষণের ফলে বা বৈদ্যুতিক সংযোগের ত্রুটির কারণে ধোঁয়া উঠতে পারে। ঘটনার খবর পেয়ে রেলকর্মী ও আরপিএফ ঘটনাস্থলে পৌঁছয়। যাত্রীদের নামিয়ে নিরাপত্তা পরীক্ষার কাজ চলে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ