কলকাতা, ২২ অক্টোবর, (হি.স.): আচমকা চলন্ত ডাউন শিয়ালদহ-ক্যানিং লোকালে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে শিয়ালদহ দক্ষিণ শাখার পিয়ালি স্টেশনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ধরে ব্যাহত হয় ট্রেন চলাচল। চূড়ান্ত ভোগান্তির শিকার হন যাত্রীরা। রেলের তরফে জানানো হয়, পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
অন্যান্য দিনের মতোই বুধবার সকালেও নির্ধারিত সময়েই চলছিল ট্রেন। সকাল ১০ টায় ক্যানিংয়ে পৌঁছয় শিয়ালদহ থেকে যাওয়া (ডাউন) একটি ট্রেন। সূত্রের খবর, এদিন সকালে পিয়ালি স্টেশনে ওই ট্রেনের মহিলা কামরায় আগুন দেখা যায়। স্বাভাবিকভাবেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ভয়ে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামেন তাঁরা। এদিকে রেলের তরফে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার জেরে স্বাভাবিকভাবেই বেশ কিছুক্ষণের জন্য শিয়ালদহ দক্ষিণশাখায় ট্রেন চলাচল বিঘ্নিত হয়। একের পর এক স্টেশনে দাঁড়িয়ে পড়ে ট্রেন। স্টেশনে বাড়তে থাকে ভিড়। কিছুক্ষণ পর আপ লাইনে ট্রেন চলাচল শুরু হলেও, ডাউন লাইনে পরিষেবা স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে যায়।
রেলের এক আধিকারিক বলেন, বুধবার সকাল ৯টা ১০ মিনিট নাগাদ শিয়ালদা দক্ষিণ শাখার ক্যানিং লোকাল ট্রেনে যাত্রীদের মধ্যে একটি আতঙ্কের পরিস্থিতি তৈরি হয় । মহিলা কামরা থেকে কালো ধোঁয়া বেরোতে থাকে ৷ এর ফলে আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা । যাত্রীরা তড়িঘড়ি পিয়ালি স্টেশনে এসে রেলকর্মীদের কাছে সম্পূর্ণ বিষয়টি জানান ৷ এরপর রেলকর্মীরা তড়িঘড়ি ওই ট্রেনের মহিলা বগিতে পৌঁছয় এবং সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে । ব্রেকব্লকে ঘর্ষণের কারণে ধোঁয়া বের হয় । সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে । এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ভয়ের কোনও কারণ নেই ।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত