জিনজিরা বাজার এলাকায় এক যুবককে পিটিয়ে খুন! ধৃত ২
কলকাতা, ২২ অক্টোবর (হি.স.): ফের পিটিয়ে খুনের ঘটনা! এক যুবকের মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল জিনজিরা বাজার এলাকায়। ওই এলাকার বাসিন্দা বরুণ মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার দুই যুবক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জিনজিরা বাজার এলাকার মালিপাড়াতে
জিনজিরা বাজার এলাকায় এক যুবককে পিটিয়ে খুন! ধৃত ২


কলকাতা, ২২ অক্টোবর (হি.স.): ফের পিটিয়ে খুনের ঘটনা! এক যুবকের মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল জিনজিরা বাজার এলাকায়। ওই এলাকার বাসিন্দা বরুণ মণ্ডলকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার দুই যুবক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে জিনজিরা বাজার এলাকার মালিপাড়াতে। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই ব্যক্তির সঙ্গে পুরনো শত্রুতা ছিল পেশায় রাজমিস্ত্রি বরুণের।

মঙ্গলবার রাতে মালিপাড়াতে মত্ত অবস্থায় বরুণ একটি পুজো মণ্ডপের সামনে নাচানাচি করছিল। সেই সময়ে দুই অভিযুক্ত বাঁশ দিয়ে প্রথমে বরুণের মাথায় আঘাত করে। সঙ্গে তাঁকে কিল-চড় মারতে থাকে। বেধড়ক মারধরের চোটে অচৈতন্য অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে বরুণ। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। যদিও চিকিৎসকরা বরুণকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande