আজমগড়, ২২ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের আজমগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে তাহবারপুর থানা এলাকায়।
বুধবার এক পুলিশ আধিকারিক জানান , মৃতদের নাম ধীরজ (১৮)। তিনি দিহওয়া তারাউধি গ্রামের বাসিন্দা। অন্যজন রজনী (৪০)। তারা বুধবার সকালে আলু বপনের জন্য ক্ষেত প্রস্তুত করতে মাঠে গিয়েছিল। পাশের প্রতিবেশীর ক্ষেতে একটি বৈদ্যুতিক বেড়া লাগানো হয়েছিল। অভিযোগ, ব্যাটারির পরিবর্তে বেড়ার সঙ্গে ১১,০০০ ভোল্টের বিদ্যুৎ সংযুক্ত ছিল। কাজ করার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনায় অভিযুক্তু প্রতিবেশী পলাতক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন