বৃহস্পতিবার থেকে দুদিনের জয়সলমীর সফর কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর
যোধপুর, ২২ অক্টোবর (হি.স.): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার থেকে দুদিনের সফরে জয়সলমীরে যাবেন। তিনি সেখানে একটি সেনা সম্মেলনে যোগ দেবেন। ২৩-২৪ অক্টোবর তিনি দুই দিন জয়সলমীরে থাকবেন। জানা গেছে, দুই দিনের সফরে তিনি ভারত-পাকিস্তান সীমান্তের ক
কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং


যোধপুর, ২২ অক্টোবর (হি.স.): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৃহস্পতিবার থেকে দুদিনের সফরে জয়সলমীরে যাবেন। তিনি সেখানে একটি সেনা সম্মেলনে যোগ দেবেন। ২৩-২৪ অক্টোবর তিনি দুই দিন জয়সলমীরে থাকবেন। জানা গেছে, দুই দিনের সফরে তিনি ভারত-পাকিস্তান সীমান্তের কাছে তানোট এবং লঙ্গেওয়ালা পোস্ট পরিদর্শন করবেন।

প্রতিরক্ষামন্ত্রীর এই সফরকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই সফর এমন এক সময়ে হচ্ছে, যখন কেন্দ্রীয় সরকার সীমান্ত সুরক্ষার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ঊর্ধ্বতন সেনা আধিকারিকদের সঙ্গে একটি সেনা সম্মেলনে অংশগ্রহণ করবেন, যেখানে সীমান্ত এলাকায় নিরাপত্তা পর্যালোচনা করা হবে। তানোট মাতা মন্দির পরিদর্শনের পর, তিনি সীমান্ত ফাঁড়িতে জওয়ানদের সঙ্গে দেখা করে তাঁদের উৎসাহিত করবেন বলেও জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande