বিহারে ১৯ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার যুবক
ভাগলপুর, ২২ অক্টোবর (হি.স.) : বিহারের জগদীশপুর থানার পুলিশ ১৯ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করেছে। বুধবার এসএসপির কার্যালয় থেকে এই তথ্য জানিয়েছে। প্রসঙ্গত, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন
বিহারে ১৯ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেফতার যুবক


ভাগলপুর, ২২ অক্টোবর (হি.স.) : বিহারের জগদীশপুর থানার পুলিশ ১৯ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেফতার করেছে। বুধবার এসএসপির কার্যালয় থেকে এই তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য পুলিশ সুপার হৃদয় কান্তের নির্দেশে জেলার সমস্ত থানা এলাকায় অভিযান চালানো হচ্ছে। জগদীশপুর থানা, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করে। ধৃত যুবকের কাছ থেকে ১৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। পাচারে ব্যবহৃত একটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত যুবকের নাম মোহাম্মদ সোনু, পুরাইনির দীন নগরের বাসিন্দা । জগদীশপুর থানার প্রধান অভয় শঙ্কর জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে জগদীশপুর এবং বাইপাস থানায় মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজে অভিযান চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande