আগরতলা, ২২ অক্টোবর (হি.স.) : কার্তিক মাসের শুক্লা পক্ষের প্রথম দিনে বুধবার রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে ঐতিহ্যবাহী অন্নকূট উৎসব পালিত হল ভক্তিভরে ও ধর্মীয় উৎসাহে। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তবৃন্দের ভিড় লক্ষ্য করা যায়। হরিনাম সংকীর্তনের সুর আর নৃত্যের তালে তালে শুরু হয় পূজা-পাঠের অনুষ্ঠান।
অন্নকূট বা গোবর্ধন পূজা উপলক্ষে জগন্নাথ মন্দিরে আয়োজন করা হয় নানাবিধ পদের তড়ি-তরকারি ও খাদ্যের 'পাহাড়' সাজিয়ে তোলা হয় অর্পণের জন্য। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা এসব ভোগের মধ্য দিয়ে পূজার মূল পর্ব সম্পন্ন হয়। এরপর ভক্তদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ।
মন্দিরের এক আচার্য জানান, ব্রজভূমির গোবর্ধন পর্বতে এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধনরূপে আবির্ভূত হয়েছিলেন। তাই এই তিথিকে অন্নকূট উৎসব হিসেবে শ্রদ্ধাভরে পালন করা হয়। কৃষ্ণভক্তদের বিশ্বাস, এই পূজার মাধ্যমে ভগবানের কৃপা লাভের পাশাপাশি জীবনে সমৃদ্ধি ও শান্তি আসে।
পূজা শেষে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে ভক্তরা নেচে গেয়ে তাদের ভক্তির উচ্ছ্বাস প্রকাশ করেন। উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয় প্রসাদ। জগন্নাথ জিউ মন্দির চত্বরে সারাদিন ধরে ছিল উৎসবের আমেজ ও ধর্মীয় পবিত্রতার আবহ।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ