বিশালগড়ে ১৬ বছরের নাবালিকাকে বিয়ে, অভিযুক্তের মা আটক
বিশালগড় (ত্রিপুরা), ২২ অক্টোবর (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার অরবিন্দ নগরে ১৬ বছরের এক নাবালিকাকে তুলে এনে বিয়ে দেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই প্রশাসন সক্রিয় ভূমিকা নেয়। চাইল্ড লাইন-এর তথ্যের ভিত্তি
ত্রিপুরা পুলিশ


বিশালগড় (ত্রিপুরা), ২২ অক্টোবর (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় মহকুমার অরবিন্দ নগরে ১৬ বছরের এক নাবালিকাকে তুলে এনে বিয়ে দেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হতেই প্রশাসন সক্রিয় ভূমিকা নেয়।

চাইল্ড লাইন-এর তথ্যের ভিত্তিতে ডিসিএম প্রসেনজিৎ দাসের নেতৃত্বে মধুপুর থানার পুলিশ ও চাইল্ড লাইন কর্মীরা যৌথ অভিযান চালান। অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকে পাওয়া না গেলেও, পুলিশ তাকে গ্রেফতার করার জন্য তল্লাশি শুরু করেছে। তবে প্রাথমিক পদক্ষেপ হিসেবে অভিযুক্তের মা-কে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাবালিকাকে উদ্ধার করে আইনানুগভাবে চাইল্ড লাইন-এর তত্ত্বাবধানে পাঠানো হয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থার পরীক্ষা করানো হচ্ছে। পুলিশ বাল্যবিবাহ প্রতিরোধ আইন ও পকসো আইনের ধারায় মামলা রুজু করার প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, ঘটনা স্থানীয়ভাবে বেশ কিছুদিন ধরে চললেও বিষয়টি বাইরে প্রকাশ পায়নি। অবশেষে সরকারি উদ্যোগে এই বেআইনি প্রক্রিয়ায় লাগাম টানা সম্ভব হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নাবালিকা সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে আগামী দিনে এমন আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande