কাঁটাতারের গেইট ও অর্থকরী ফসলের সুরক্ষার দাবি জানাল কৃষক সভা
আগরতলা, ২২ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার কৃষকদের দশ দফা দাবির ভিত্তিতে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি মুখ্য সচিবকে চিঠি প্রেরণের পর মঙ্গলবার মুখ্য সচিবের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্যরা। বুধবার এক
কাঁটাতারের গেইট ও অর্থকরী ফসলের সুরক্ষার দাবি জানাল কৃষক সভা


আগরতলা, ২২ অক্টোবর (হি.স.) : ত্রিপুরার কৃষকদের দশ দফা দাবির ভিত্তিতে সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি মুখ্য সচিবকে চিঠি প্রেরণের পর মঙ্গলবার মুখ্য সচিবের সঙ্গে সভা অনুষ্ঠিত হয়। সভায় অংশগ্রহণ করেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্যরা।

বুধবার এক সাংবাদিক সম্মেলনে কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর ও সভাপতি অঘোর দেববর্মা জানান, রাজ্যের কৃষকরা নানা সমস্যায় জর্জরিত। তারা বলেন, “এই সমস্যা এবং দাবিগুলি সরকারের নজরে আনা প্রয়োজন।”

কৃষক সভার দশ দফা দাবির মধ্যে অন্যতম হল কাঁটাতারের গেইট সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা রাখা। এছাড়াও, ধান, গম ও অন্যান্য মরশুমের সব ফসল করার সুযোগ দিতে হবে এবং ফসল তুলে আনতে যথাযথ ব্যবস্থা রাখতে হবে। গেইট বন্ধ থাকলে ফসল পাহারার ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।

তাঁদের আরও দাবির মধ্যে রয়েছে সব ধরনের সবজি, ফুল, ফল, চা, লেবু সহ অন্যান্য অর্থকরী ফসলের চাষের সুযোগ নিশ্চিত করা। পাশাপাশি, রাত্রে হাইভোল্টেজ লাইট ব্যবহারে যদি পোকামাকড় আক্রমণে ফসল ক্ষতিগ্রস্ত হয় বা ঝলসে যায়, তার ক্ষতিপূরণ সরকারকে দিতে হবে। তারা কাঁটাতারের বেড়ার গেইট সংখ্যা বাড়ানো এবং সোলার পাম্পসহ সেচের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

অঘোর দেববর্মা বলেন, “এই সমস্যার কারণে কৃষকরা ফসল উৎপাদনে হিমসিম খাচ্ছে। তাই অবিলম্বে এই সমস্যা সমাধান করা অত্যন্ত জরুরি।”

তাঁদের আরও দাবি, কাঁটাতারের ওপারে বসবাসরত ভারতীয় নাগরিকদের সরকারি চাকরি, বিভিন্ন প্রকল্পের আর্থিক সুবিধা এবং অন্যান্য সরকারি সাহায্য প্রদান করতে হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande