টাকারজলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ২১৬ পরিবার বিজেপিতে যোগদান
আগরতলা, ২২ অক্টোবর (হি.স.) : জনজাতি উন্নয়নে বর্তমান ত্রিপুরা সরকার আন্তরিকভাবে ও কর্মমুখরভাবে কাজ করছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। টাকারজলায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, “জনজাতিদের উন্নয়নের পথে সরকার বিভিন্ন স
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


আগরতলা, ২২ অক্টোবর (হি.স.) : জনজাতি উন্নয়নে বর্তমান ত্রিপুরা সরকার আন্তরিকভাবে ও কর্মমুখরভাবে কাজ করছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা। টাকারজলায় দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে তিনি বলেন, “জনজাতিদের উন্নয়নের পথে সরকার বিভিন্ন সেক্টরে ব্যাপক কাজ করছে। তবু কিছু চক্রান্তকারী এখনও চক্রান্ত চালিয়ে যাচ্ছে।”

মুখ্যমন্ত্রী আরও স্পষ্ট করে বলেন, “ভারতীয় জনতা পার্টিকে ভয় দেখিয়ে কেউ কিছু করে ফেলবেন, এটা একেবারেই অলীক স্বপ্ন। রাজনীতি করার অধিকার সবার আছে, তবে তার মধ্যেও শালীনতা ও সুন্দরতা থাকা জরুরি।” তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, “কাউকে দাবিয়ে রেখে যদি কেউ মনে করে জনজাতিদের উন্নয়নের পথ বন্ধ করবে, তবে তা অবাস্তব চিন্তা ছাড়া কিছুই নয়।

মুখ্যমন্ত্রী জানান, জনজাতি সমাজকে এগিয়ে নিতে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। তিনি সকলকে শান্তি ও ঐক্যের মাধ্যমে উন্নয়নের পথে সামিল হওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে টাকারজলায় বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে মোট ২১৬ পরিবারের একটি বড় অংশ বিজেপিতে যোগ দেন। নতুন যোগদানকারীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক ভাবনার প্রতি আস্থা প্রকাশ করা হয়।

এদিকে মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশ ও প্রেরণায় জনজাতি ভাই-বোনদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আমরা নিরলসভাবে কাজ করছি। কিন্তু দুঃখজনকভাবে, কিছু ব্যক্তি এখনও কমিউনিস্টদের কায়দায় বিভাজনের রাজনীতি ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে। আমি তাদের সতর্ক করে বলতে চাই, জনজাতি সমাজকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করে কোন লাভ হবে না। ত্রিপুরার মানুষ শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রে বিশ্বাসী। গায়ের জোর প্রয়োগ এই রাজ্যে কোন অবস্থাতেই বরদাস্ত করা হবে না। কেউ আমাদের আঘাত করলে আমরা তার উপযুক্ত জবাব দেব-সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande