জোলাইবাড়িতে শিক্ষক বদলি ঘিরে ছাত্র আন্দোলন, তালাবন্ধ বিদ্যালয়
শান্তিরবাজার (ত্রিপুরা), ২২ অক্টোবর : দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ির রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক প্রমোদ রঞ্জন ভৌমিক ও জয়ন্ত মজুমদারের বদলি আদেশ প্রকাশিত হতেই ক্ষোভে ফেটে পড়ে ছাত্র সমাজ। প্রিয় শিক্ষকদের বিদ্যালয়ে রাখা এবং বদলি প্রত্যাহার
বিদ্যালয়ে তালা


শান্তিরবাজার (ত্রিপুরা), ২২ অক্টোবর : দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ির রামরাইবাড়ি উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক প্রমোদ রঞ্জন ভৌমিক ও জয়ন্ত মজুমদারের বদলি আদেশ প্রকাশিত হতেই ক্ষোভে ফেটে পড়ে ছাত্র সমাজ। প্রিয় শিক্ষকদের বিদ্যালয়ে রাখা এবং বদলি প্রত্যাহারের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলনে সামিল হয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।

প্রথমদিন ছাত্রছাত্রীরা জোলাইবাড়ি–ঋষ্যমুখ সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। দীর্ঘ সময় অবরোধের পর স্কুল পরিচালনা কমিটির আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হলেও বুধবার নতুন শিক্ষককে বিদ্যালয়ে যোগ দিতে দেখেই ফের বিক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা। তারা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ক্লাস বয়কট করে আন্দোলন জারি রাখে।

আন্দোলনরত ছাত্রছাত্রীরা অভিযোগ করে, এক সরকারি আধিকারিক তাদের আন্দোলনকে ‘সিপিআইএম প্রভাবিত’ বলে মন্তব্য করেছেন। এছাড়া ওই আধিকারিকের বক্তব্য—“শিক্ষকদের বেতন নাকি ছাত্রদের পিতামাতাই প্রদান করেন”—এনিয়ে প্রবল ক্ষোভের সৃষ্টি হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। তারা পাল্টা প্রশ্ন তোলে, যদি বাবা-মায়েরা শিক্ষকদের বেতন দিতেন, তবে তারা গ্রামের বিদ্যালয়ে না পড়ে শহরের নামী বেসরকারি স্কুলে পড়ত।

শুধু তাই নয়, আন্দোলনের সময়ে পুলিশও তাঁদের ভয় দেখিয়েছে বলে অভিযোগ। জোলাইবাড়ী ফাঁড়ির ওসি খোকন দাস এবং বাইখোড়া থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস তাঁদের বিদ্যালয় থেকে বহিষ্কার এবং লাঠিচার্জের হুমকি দিয়েছেন বলে দাবি ছাত্রছাত্রীদের। এ ঘটনার নিন্দা জানিয়ে তারা বলেন, “আজ যদি ওসিদের সন্তানেরা এই স্কুলে পড়ত, তাহলে কি তারা এমন বক্তব্য দিতেন?” ছাত্রছাত্রীরা অভিযোগ করে, নিজ সন্তানদের শহরের নামীদামী বিদ্যালয়ে পড়িয়ে গ্রামের ছাত্রদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিতে চাইছেন এই কর্মকর্তারা।

বর্তমানে ছাত্রছাত্রীরা দাবি জানাচ্ছে— বদলি হওয়া দুই শিক্ষককে বিদ্যালয়ে ফিরিয়ে আনা, ছাত্রদের অপমানকারী সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এনং ওসিদের মন্তব্য ও আচরণের জন্য উপযুক্ত তদন্ত ও শাস্তি প্রদান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত বিদ্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রছাত্রীদের একাংশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande