গণ্ডাছড়ায় সরকারি উদ্যোগে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ
গণ্ডাছড়া (ত্রিপুরা), ২২ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা সরকারের শিক্ষা দফতরের উদ্যোগে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে নতুন স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার গণ্ডাছড়া বিদ্যাজ্যোতি দ্বাদশ শ্রেণি বিদ্
স্কুল ইউনিফর্ম বিতরণ


গণ্ডাছড়া (ত্রিপুরা), ২২ অক্টোবর (হি.স.) : ত্রিপুরা সরকারের শিক্ষা দফতরের উদ্যোগে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে বিনামূল্যে নতুন স্কুল ইউনিফর্ম বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বুধবার গণ্ডাছড়া বিদ্যাজ্যোতি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) এমডিসি ভূমিকানন্দ রিয়াং, ডুম্বুরনগর বিদ্যালয় পরিদর্শক থৈসা মগ, গণ্ডাছড়া মহকুমার এসসি সাব-কমিটির চেয়ারম্যান আদিত্য সরকার, বিদ্যালয় পরিচালন কমিটির সদস্য প্রমিল দেব, বিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল খজেন্দ্র ত্রিপুরা এবং শিক্ষক- শিক্ষিকারা।

বক্তারা তাদের বক্তব্যে রাজ্য সরকারের শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ করে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন, মানসম্মত শিক্ষা প্রদান এবং ছাত্রছাত্রীদের সুবিধার কথা তুলে ধরা হয়।

উল্লেখ্য, শিক্ষা দফতর সম্প্রতি রাজ্যের সমস্ত বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের জন্য একীভূত ইউনিফর্ম চালু করেছে। একই সঙ্গে পিএমশ্রী বিদ্যালয় এবং অন্যান্য সরকারী বিদ্যালয়ের জন্যও পৃথকভাবে一 ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে, যাতে ছাত্রছাত্রীদের মধ্যে সমতা ও শৃঙ্খলা আরও দৃঢ় হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande