চুড়াইবাড়ি (ত্রিপুরা), ২২ অক্টোবর (হি.স.) : দীপাবলি ও কালীপূজার উৎসবমুখর আবহেও অশান্তির ছায়া নেমে এল উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ির ৬ নম্বর ওয়ার্ডে। মঙ্গলবার গভীর রাতে ঘটে এক দুঃসাহসিক চুরির ঘটনা, যা এলাকাজুড়ে চাঞ্চল্য ও আতঙ্ক সৃষ্টি করেছে।
জানা গেছে, বাড়ির মালিক শিবান দাস ও তাঁর পরিবার ধর্মনগরে উৎসব দেখতে গিয়েছিলেন। সেই সুযোগে রাত প্রায় ২টায় চোরের দল বাড়িতে ঢুকে পড়ে। ভোরে বাড়ি ফিরে পরিবারটি দেখতে পায় ভাঙা তালা, তছনছ করা ঘর এবং দুটি আলমারির দরজা খোলা অবস্থায় রয়েছে। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৪.৫ ভরি সোনার গয়না এবং নগদ প্রায় ২৬,০০০ টাকা
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় করেন। নিকটবর্তী ক্লাবের সদস্যরা শিবান দাসের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারা সতর্ক করে জানিয়েছেন, দোষীদের গ্রেফতার করা না হলে তারা রাস্তা অবরোধে নামবেন।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস দ্রুত তদন্ত শুরু ও দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন। ক্রমাগত চুরির ঘটনার জেরে এলাকায় জনমনে আতঙ্ক বেড়েছে। উৎসবের আনন্দের মাঝেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয়দের মধ্যে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ