দ্বিতীয় দিন শেষেই জয়ের আভাস পাচ্ছে ভারত
নয়া দিল্লি, ৩ অক্টোবর(হি.স.):প্রথম টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড়ে ভারত l তিন সেঞ্চুরির দেখা পেল ভারত। লোকেশ রাহুলের পর শতক করলেন ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। আর তাতে আহমেদাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে ভ
দ্বিতীয় দিন শেষেই জয়ের আভাস পাচ্ছে ভারত


নয়া দিল্লি, ৩ অক্টোবর(হি.স.):প্রথম টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড়ে ভারত l তিন সেঞ্চুরির দেখা পেল ভারত। লোকেশ রাহুলের পর শতক করলেন ধ্রুব জুরেল ও রবীন্দ্র জাদেজা। আর তাতে আহমেদাবাদ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিনেই জয়ের গন্ধ পাচ্ছে ভারত l

শুক্রবার দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেট ৪৪৮ রান। ২৮৬ রানে এগিয়ে গেছে ভারত । মনে হচ্ছে তৃতীয় দিনেই ভারতের জয় এক প্রকার নিশ্চিত হয়ে যাবে।

আগের দিন টস জিতে ব্যাট করতে নেমে মহম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহর তোপে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন জাস্টিন গ্রিভস। এছাড়া শাই হোপ ২৬ আর রস্টন চেজ ২৪ রান করেন। সিরাজ ৪ আর বুমরাহ ৩টি উইকেট শিকার করেন।

প্রথম দিনের শেষে রাহুলের ফিফটিতে ২ উইকেট হারিয়ে ১২১ রান করেছিল ভারত। আর দ্বিতীয় দিন মাঠে নেমে ৫৩ রানের ইনিংসটিকে সেঞ্চুরিতে পরিণত করেন রাহুল। এদিন ১৮ রানে দিন শুরু করা শুভমান গিল পেয়েছেন ফিফটির দেখা। দলীয় ১৮৮ রান রানের মাথায় ৫০ রানে আউট হন গিল l গিল আউট হওয়ার কিছুক্ষণ বাদেই প্যাভিলিয়ানে ফিরে যান লোকেশ রাহুলl

এরপর ২০৬ রানের বড় জুটি গড়েন জুরেল ও জাদেজা। ঋষভ পন্থ-এর আঘাতে দলে সুযোগ পাওয়া জুরেল মাঠ ছাড়েন টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকিয়ে। ২১০ বলে ১২৫ রান করেন তিনি। সেঞ্চুরি করেন জাদেজাও। ১৭৬ বলে ১০৪ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন তিনি। তার অপর অপরাজিত সঙ্গী ওয়াসিংটন সুন্দর ১৩ বলে ৯ রান করেছেন।

ক্যারিবীয়দের হয়ে চেজ ২টি আর ১টি করে উইকেট নিয়েছেন খ্যারি পিয়েরে, জোমেল ওয়ারিক্যান ও জেইডন সিলস।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande