বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আগামীকাল হাইলাকান্দিতে ‘একতা দৌড়’
হাইলাকান্দি (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায় আগামীকাল শুক্রবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি শহরে সকাল আটটায় একতা দৌড় শীর্ষক পদযাত্রা বের হ
বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে হাইলাকান্দিতে সভা


হাইলাকান্দি (অসম), ৩০ অক্টোবর (হি.স.) : হাইলাকান্দি জেলায় আগামীকাল শুক্রবার বিভিন্ন কার্যসূচির মাধ্যমে লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০-তম জন্মজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি শহরে সকাল আটটায় একতা দৌড় শীর্ষক পদযাত্রা বের হবে।

এ উপলক্ষে পক্ষকাল ব্যাপী নানা কার্যসূচি জেলা প্রশাসনের উদ্যোগে হাতে নেওয়া হয়েছে। এই কার্যসূচি পালন করতে আজ বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয়। সাংসদ কৃপানাথ মালাহের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় ১৫ দিনব্যাপী বিস্তৃত কার্যসূচি প্রণয়ন করা হয়। কার্যসূচির মধ্যে রয়েছে সাংস্কৃতিক কার্যক্রম জাতীয় অখণ্ডতার শপথ, সাফাই অভিযান, বৃক্ষরোপণ, স্বাস্থ্য শিবির, অমৃত সরোবর সাফাই অভিযান ইত্যাদি।

আগামীকাল পদযাত্রা শেষে একটি সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এছাড়া লৌহমানবের প্রতিকৃতিতে মাল্যদান করা হবে। পাশাপাশি আত্মনির্ভর ভারতের শপথগ্রহণ করা হবে এবং হাইলাকান্দি শহরের গান্ধীঘাটের একটি স্বদেশী মেলার আয়োজন করা হয়েছে। পক্ষকাল ব্যাপী কার্যসূচির অধীনে এর পর ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বিতর্ক প্রতিযোগিতা, শপথ এবং কুইজ কম্পিটিশন। ৪ নভেম্বরের কার্যসূচিতে বৃক্ষরোপণ অভিযান, ৬ নভেম্বর স্বাস্থ্য শিবির, ফিটনেস অ্যান্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ৭ নভেম্বর অমৃত সরোবর সাফাই অভিযান, সেমিনার এবং ওয়ার্কশপ, ১০ নভেম্বর জেলা পর্যায়ে পদযাত্রা, সাংস্কৃতিক কার্যক্রম, লৌহমানবের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, স্বদেশী আত্মনির্ভর ভারতের শপথ এবং ১১ নভেম্বর সাফাই অভিযান।

জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সব কার্যসূচিতে আপামর জনসাধারণকে অংশগ্রহণ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 
 rajesh pande