এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: শুক্রবার গোয়াতে ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি
গোয়া, ৩১ অক্টোবর(হি.স.): শুক্রবার পণ্ডিত জওহরলাল নেহেরু (পিজেএন) স্টেডিয়ামে হাই-প্রোফাইল সংঘর্ষের তৃতীয় পুনরাবৃত্তিতে ইস্টবেঙ্গল-মোহনবাগান এআইএফএফ সুপার কাপের সেমিফাইনালের জন্য লড়াই করবে। আগের ম্যাচে নিম্ন-ডিভিশনের দল ডেম্পো স্পোর্টস ক্লাবের সঙ
এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: আজ গোয়াতে ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি


গোয়া, ৩১ অক্টোবর(হি.স.): শুক্রবার পণ্ডিত জওহরলাল নেহেরু (পিজেএন) স্টেডিয়ামে হাই-প্রোফাইল সংঘর্ষের তৃতীয় পুনরাবৃত্তিতে ইস্টবেঙ্গল-মোহনবাগান এআইএফএফ সুপার কাপের সেমিফাইনালের জন্য লড়াই করবে। আগের ম্যাচে নিম্ন-ডিভিশনের দল ডেম্পো স্পোর্টস ক্লাবের সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর, মোহনবাগান এই ম্যাচে সমালোচনার মুখে পড়েছে। তবে,মোহনবাগান কোচ হোসে মোলিনা আশ্বস্ত করেছেন যে তাঁর ছেলেরা চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আইএফএ শিল্ড ফাইনালের মতো ফলাফলের জন্য আশাবাদী।

মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল এআইএফএফ সুপার কাপের ম্যাচটি শুক্রবার ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে গোয়ার মারগাওয়ের ফাতোরদা স্টেডিয়ামে শুরু হবে। ম্যাচটি স্টার স্পোর্টস খেল চ্যানেলে সম্প্রচার করা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande